৫ রাজ্যের ভোট নিয়ে বৈঠক নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা ভোট। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্ত। এই পরিস্থিতিতে কি ২০২২ সালের নির্বাচন পিছিয়ে দিতে পারে? আজ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সূত্রের খবর, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের  সঙ্গে আলোচনায় বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন।  প্রসঙ্গত, আগামী বছর উত্তরপ্রদেশ, মণিপুর, উত্তরাখণ্ড, গোয়া এবং পাঞ্জাব সহ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

error: Content is protected !!