রাম নবমীতে শিবপুর কাণ্ডে রাজ্যপালের কাছে দ্রুত রিপোর্ট তলব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া সহ রাজ্যে যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সুদূর দিল্লি থেকে ফোন করলেন। রাজ্যপালের কাছে গোটা পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বিকেল চারটা বেজে কুড়ি মিনিট নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে ফোন করে গোটা পরিস্থিতি প্রসঙ্গে খোঁজখবর নেন। আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি কি সে ব্যাপারেও খুঁটিনাটি বিষয় জেনে নেন। সূত্রের খবর অনুযায়ী ,বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথাবার্তা হয়।