রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর, দাবি অমিত শাহের

জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে৷ লোকসভায় দাঁড়িয়ে ফের এই আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তবে এখনই নয়, যথাসময়ে সরকার এ বিষয়ে পদক্ষেপ করবে বলেই জানিয়েছে শাহ৷ বিরোধীদের উদ্দেশে তাঁর অনুরোধ, ভুল বিবৃতি দিয়ে কাশ্মীরের মানুষকে যেন বিভ্রান্ত না করা হয়৷ জম্মু কাশ্মীর পু্ণর্গঠন সংশোধনী বিল ২০২১-এর উপরে আলোচনা চলাকালীন এ দিন এই দাবি করেন অমিত শাহ৷ তিনি বলেন, ‘অনেক সাংসদই আশঙ্কা প্রকাশ করছেন যে এই বিল পাশ হওয়া মানে জম্মু কাশ্মীর আর রাজ্যের তকমা ফিরে পাবে না৷ কিন্তু এই বিলের কোথাও সেরকম কিছু লেখা নেই৷ তাহলে কীভাবে আপনারা এই দাবি করছেন? কেন্দ্রশাসিত এই অঞ্চলকে যথাসময়ে রাজ্যের স্বীকৃতি ফিরিয়ে দেওয়া হবে৷’