রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি শনিবার রাতেই শহরে পা রাখবেন বলে এখনও পর্যন্ত খবর। এর আগে ঘূর্ণিঝড় ‘ডানার’ জেরে রাজ্য সফর স্থগিত হয়েছিল শাহর।শনি রাতে রাজারহাটের এক হোটেলে নিশিযাপন করে রবিবার কল্যাণীতে বিএসএফ-এর এক অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। এরপর রবিবার দুপুরে সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির ‘সদস্য সংগ্রহ অভিযান’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। কলকাতায় এসে আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গেও দেখা করার সম্ভাবনাও রয়েছে শাহর! জানা গিয়েছে সোদপুর পানিহাটির বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন তিনি। তবে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে নির্যাতিতার পরিবারের সঙ্গে শাহর সাক্ষাৎ হবেই। অমিত শাহের ঠাসা সফরসূচি রয়েছে, সেখানে সময় বার করাটাই বড় ব্য়াপার। সম্প্রতি শাহের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাপ্রকাশ করে ইমেল পাঠানো হয়েছিল নিহত চিকিৎসকের পরিবারের পক্ষ থেকেও। শাহের সঙ্গে তাঁদের সাক্ষাৎ করাতে উদ্যোগী হয়েছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও।

error: Content is protected !!