কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর চাক্রান্তেই শীতলকুচিতে ‘নজিরবিহীন’ ঘটনা ঘটেছে, গণতন্ত্রে এটা লজ্জারঃ মমতা

রানাঘাটের সভা থেকে শীতলকুচিকাণ্ডে বিজেপির বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়য়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘চাক্রান্তে’ই শীতলকুচিতে ‘নজিরবিহীন’ ঘটনা ঘটেছে। আগেই তোপ দেগেছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার বললেন, ‘পরিকল্পনা করেছিলেন অমিত শাহ আর সেটাকে সমর্থন করেছেন নরেন্দ্র মোদী! এটা লজ্জার।’শাহর বিরুদ্ধে ‘চক্রান্তে’র যে অভিযোগ মমতা করেছিলেন তা ফের একবার বলেন তিনি। সঙ্গে তাকে সমর্থনের জন্য জদায়ী করেন প্রধানমন্ত্রীকেও। তিনি বলেন, ‘আমার বিশ্বাস যে শীসতকুচিতে ভোটারদের মারার জন্য পরিকল্পনা করেছিলেন অমিত শাহ আর সেটাকেই সমর্থন করেছেন নরেন্দ্র মোদী! গণতন্ত্রে এটা লজ্জার।’ সিআরপিএফ-র বুলেটের জবাব ব্যালটেই দেওয়ার আর্জি জাজান তৃণমূল নেত্রী। তার পরেই মমতার স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‌পরিকল্পনা করে এতগুলো মানুষকে মেরে ফেলা হল। বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে। আর এদিকে বিজেপি–র নেতারা বলে চলেছেন, গুলি করে মারো, মারো। এরা কি পাগল!’‌ মমতার দাবি, ‘‌এদের এখনই ব্যান করে দেওয়া উচিত।’‌ তাঁর দাবি, ‘‌যে দলের সভাপতি বলে, গুলি করে মারো, সেই দলকে এখনই ব্যান করা উচিত। আমি এখনও বিশ্বাস করি, গোটাটাই অমিত শাহের প্ল্যান। আর পুরোটাই প্রধানমন্ত্রী জানতেন।’‌ তিনি এও জানিয়ে দিলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েই এসব বলছেন। ‘‌আমাকে এত কাঁচা ভাবলে হবে না। সব আমি তৈরি করে রেখেছি। ২ তারিখের পর সব বের করব তদন্ত করে। আমি ছেড়ে কথা বলার মানুষ নই।’‌ পাশাপাশি আরও একবার জোর গলায় বলে দিলেন, ‘‌বিজেপি গ্যাসবেলুন। ওরা হারবে, ওরা হেরে গেছে। তাই গুলি চালাচ্ছে। বাংলা বাংলাই থাকবে।’‌ মতুয়া প্রভাবিত এই অঞ্চলের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি মিথ্যে প্রচার করে, টাকা ছড়িয়ে জিতেছিল। এবার যে প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন, তাঁর ভিডিও দেখেছেন তো? টাকা বিলি করছেন, এটা লজ্জার! এরা রাজনীতি করছে? রাজনীতি করতে গেলে সবার আগে মানুষের সেবা করতে হয়।’

error: Content is protected !!