দলিত-আদিবাসীদের জন্য অনেক কাজ করছে মোদি সরকার, করোনা থেকে মুক্তি পেলেই মতুয়াদের নাগরিকত্ব দেবে বিজেপিঃ অমিত শাহ

অবশেষে মতুয়া গড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরনগর সভা করলেন। সভাতে সাফ জানালেন, বার বার তিনি ঠাকুরনগরে আসবেন। তিনি বলেন, ‘মমতা খুব খুশি হয়েছিলেন, আমি না আসায়, কিন্তু উনি না হারা অবধি আমি বার বার আসব। বাংলায় সরকার গড়বে বিজেপি। মমতার বিদায় নিশ্চিত।’ তিনি বলেছেন, ‘আমি জানি সিএএ নিয়ে আমি কী বলব তা জানতে তৃণমূল, সংবাদমাধ্যম মুখিয়ে রয়েছে।’ বলেছেন, ‘কথা দিয়েছিলাম, ২০২০ তে সিএএ আনব। করোনা টিকাকরণ শেষ হলেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। মুসলিমদের নাগরিকত্বও যাবে না।’ তিনি বলেন, শান্তনুকে বলেছিলাম যে ঠাকুরনগরে আসব৷ আগেরবার আসতে পারিনি৷’’ কিন্তু তাঁর কাছ থেকে উপস্থিত জনতা যে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে শুনতে চায়৷ তাই তিনি দেরি না করে এই বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন৷ তিনি বলেন, ‘‘২০১৮ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন নাগরিকত্ব আইন সংশোধন করব৷ মতুয়াদের নাগরিকত্ব দেব৷ ২০১৯সালে মতুয়ারা আমাদের ভোট দিয়েছেন৷ আমরা সঙ্গে সঙ্গে আইন করেছি৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন কার্যকরে বাধা দান করার হুমকি দিচ্ছেন৷ কিন্তু আমরা যা বলি তাই করি৷’’ এর পর তিনি জানান যে কোরোনার কারণে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করতে দেরি হচ্ছে৷ তবে দেশজুড়ে কোরোনার টিকাকরণের কাজ শেষ হলেই এই আইন কার্যকর হবে৷ এদিন একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেছেন তিনি৷ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের দেওয়া সুবিধা সাধারণ মানুষকে পেতে দিচ্ছে না বলে আবারও অভিযোগ করেছেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!