অস্ত্রোপচারের পর নিজের শারীরিক অবস্থার কথা জানালেন অমিতাভ বচ্চন

চোখে অস্ত্রোপচারের পর নিজের শারীরিক অবস্থার কথা নিজেই জানালেন অমিতাভ বচ্চন। বিগ বি বলেন, অস্ত্রোপচারের পর পুরোদমে সুস্থ হতে তাঁর আরও বেশ কয়েকদিন সময় লাগবে। এই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছেন না তিনি। ফলে কিছু পড়তেও যেমন পারছেন না, তেমনি লিখতেও পারছেন না। বর্তমানে বিশ্রামে রয়েছেন। কোনও কিছু দেখার বা পড়ার মতো অবস্থায় তিনি নেই। কারণ বেশিরভাগ সময়ই চোখ বন্ধ করে তাঁকে থাকতে হচ্ছে বলেও জানান বিগ বি। যদিও তাঁকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই। ধীরে হলেও, তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন অমিতাভ বচ্চন। তাঁর সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন অগণিত ভক্তরা।