বিহারে দুধের কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক, পদপিষ্ট হয়ে মৃত ১

বিহারের বৈশালী জেলার হাজিপুরে ডেয়ারি কারখানায় গতকাল বিষাক্ত গ্যাস লিকের জেরে আতঙ্ক ছড়ায়। আর সেই আতঙ্কেই ছুটোছুটি করে দেন কারখানার শ্রমিকরা। সেই হুড়োহুড়ির জেরেই পদপিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। হাজিপুরের ওই ডেয়ারিটিতে গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ আচমকাই অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে। তখনই কারখানাটি থেকে পালাতে শুরু করেন শ্রমিকরা। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু বিষাক্ত অ্যামোনিয়ার প্রভাব ছড়িয়ে পড়ে ৪ কিলোমিটার অবধি অঞ্চলে। অনেকে বাসিন্দাই অসুস্থ হয়ে পড়েন বলে খবর।

error: Content is protected !!