জম্মু -কাশ্মীরের অনন্তনাগ ৪৮ ঘন্টা ধরে চলছে এনকাউন্টার, শহিদ ৩, নিখোঁজ ১

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ে একজন সেনা নিখোঁজ এবং অন্য দু’জন আহত হয়েছে বলে জানা গেছে।  সন্ত্রাসবাদীদের ধরতে সেনাবাহিনী ও পুলিস যৌথ অভিযান শুরু করার পর বুধবার ভোরে গুলিরযুদ্ধ শুরু হয়। ওই দিন অভিযানে সেনাবাহিনীর দুইজন ও একজন পুলিসকর্তা নিহত হন। সন্ত্রাসবাদীদের পক্ষে হতাহতের পরিসংখ্যানের কোনও আপডেট নেই। নিরাপত্তা বাহিনী তাদের তীব্র সন্ত্রাসবিরোধী অভিযানে নতুন প্রজন্মের অস্ত্র ও ডিভাইস ব্যবহার করছে, যার মধ্যে স্ট্রাইক-সক্ষম হেরন ড্রোন রয়েছে। একটি বিস্তৃত অনুসন্ধানের মাধ্যমে জানা গিয়েছে যে সন্ত্রাসবাদীরা ঘন জঙ্গলের উঁচুতে একটি গোপন আস্তানায় ছিল।কর্নেল মনপ্রীত সিং, এই যৌথ অনুসন্ধান কলামের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি মেজর আশিস ধনচাকের সঙ্গে গভীর জঙ্গলে প্রবেশকরেন এবং দুর্গম ভূখণ্ডের মধ্য দিয়ে এগিয়ে যান। দুপুরের দিকে তারা সন্ত্রাসবাদীদের তরফ থেকে প্রচণ্ড গুলিবর্ষণের মুখে পড়েন এবং পাল্টা গুলি চালায়।কর্নেল সিং, মেজর ধনচাক এবং ডিএসপি হুমায়ুন ভাট ভয়ানক সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন এবং পরে ওই আঘাতের কারণে মারা যান।

error: Content is protected !!