অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গনায় প্রবল বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ২৭
প্রবল বৃষ্টিতে অন্ধ্র প্রদেশ ও তেলঙ্গনায় গত দু’দিনে মৃত্যু হয়েছে ২৭ জনের। দুই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বহু এলাকা জলমগ্ন। সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত। পরিস্থিতি সামলাত দিতে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনা সরকারকে কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর প্রবল বর্ষণে দুই রাজ্যের সব নদীতে জলস্তর বেড়েছে। তার জেরে প্লাবিত বহু এলাকা। অন্ধ্রপ্রদেশে কমপক্ষে ১২ ও তেলঙ্গনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। প্লাবিত এলাকাগুলি থেকে দুর্গত মানুষদের সরিয়ে ত্রাণ শিবিরে নিয়ে গিয়েছেন জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। কয়েকদিনের ভারী ও অতিভারী বৃষ্টির জেরে দক্ষিণ-মধ্য রেলের অনেক স্টেশনে লাইন জলের তলায়। তার জেরে ১০০-রও বেশি ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনার মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অন্যদিকে, তেলঙ্গনার আদিলাবাদ, নিজামাবাদ, ইয়াদাদরি ভুবনগিরি, ভিকারাবাদ, সঙ্গারেড্ডি, কামারেড্ডি-সহ অনেক এলাকায় আজ, সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হায়দরাবাদ শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় আজ সেখানকার সব স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রশাসনের শীর্ষ আদিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বন্যা দুর্গতদের কাছে দ্রুত ত্রাণ পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।