আনিসকাণ্ডে ১৭ দিন পর আদালতে তদন্ত রিপোর্ট দিল সিট, ওসিকে কেন ছুটিতে পাঠানো হল! প্রশ্ন বিচারপতির

আনিস মৃত্যুর ১৭ দিন পর আদালতে তদন্তের রিপোর্ট জমা দিল সিট। শুক্রবার। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। যদিও, ফরেনসিক রিপোর্ট এখনও আসেনি। সিট তদন্তের অগ্রগতির জন্য আরও দুই সপ্তাহ সময় চেয়ে নিল। এদিন হাওড়া জেলা এবং দায়রা বিচারকের রিপোর্টও জমা পড়েছে আদালতে। এই মামলায় কেন এখনও থানার ওসি-কে জিজ্ঞাসাবাদ করা হল না, তা নিয়েই প্রশ্ন তুলেছে আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৷

error: Content is protected !!