আনিস কান্ডের প্রতিবাদে বাম বিক্ষোভে রণক্ষেত্র আমতা, পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি

আনিস মৃত্যুর প্রতিবাদে রণক্ষেত্র হাওড়ার আমতা৷ পাঁচলায় হাওড়া গ্রামীণ এসপি অফিসের সামনে ধুন্ধুমার কাণ্ড৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়৷ পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ৷ পুলিসের গাড়িতে হামলা চালানো হয়৷ প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়তে হয় পুলিসকে৷ বেশ কয়েকজন ইটবৃষ্টির জেরে গুরুতর জখম হয়েছেন৷ উত্তেজনা থামাতে লাঠি চার্জ করা হয়৷ কাদানে গ্যাসের শেট ফাটানো হয়৷ ধর পাকড় শুরু হয়েছে৷ বিক্ষোভকারীদের হটাতে অলিতে গলিতে অভিযান চালায় পুলিস৷ পুলিস আধিকারিকদের পথে নামতে হয়৷ আনিস মৃত্যুর প্রতিবাদে হাওড়া গ্রামীণ পুলিস সুপারের অফিস ঘেরা করে এসএফআই৷ ছাত্র সংগঠনের দাবি, সিটের তদন্তে খুশি নয়৷ সিবিআই তদন্ত চাইছে বাম ছাত্র সংগঠন৷ তাদের আরও অভিযোগ, এখনও পর্যন্ত প্রকৃতি খুনি ধরা পড়েনি। তাই হাওড়া গ্রামীণ পুলিস সুপারের অফিস ঘেরাও করে৷ বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে ব্যারিকেড করে দেয়৷ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়৷ পুলিসের গাড়ি ভাঙচুর, উত্তেজনা চরমে ওঠে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খায় পুলিস৷ কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়৷ আটক করা হয় বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ একাধিকজনকে৷

error: Content is protected !!