নগরনটী আম্রপালি রূপে পর্দায় আসছেন অঙ্কিতা

আবারও নতুন ভাবে পর্দায় ধরা দিতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। সন্দীপ সিং-এর পরিচালনায় নগরনটী আম্রপালি-তে দেখা যাবে অঙ্কিতাকে। এর আগে এই চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী, বৈজয়ন্তীমালা। দুই কিংবদন্তি অভিনেত্রীর জুতোয় পা রাখার আগে অঙ্কিতা তাই প্রত্যেকের শুভেচ্ছা এবং আশীর্বাদ চেয়েছেন। অভিনেত্রীর দাবি, সন্দীপের আগের কাজ তাঁকে প্রচুর প্রশংসা এনে দিয়েছে। তিনিও যে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারেন, সেটাও প্রমাণিত। তাই সন্দীপ সিরিজ ‘আম্রপালি’র কথা বলতেই তিনি এক কথায় রাজি। এবং ইতিমধ্যেই নিজেকে চরিত্রের জন্য গড়েপিটে নিচ্ছেন। আগামীতেও এই ধরনের চরিত্রেই নিজেকে বেশি করে মেলে ধরতে চেষ্টা করবেন, আশ্বাস তাঁর। আর্য যুগে নগরবধূ বা নগরনটীদের বিশেষ সম্মান ছিল। তিনি রাজনতর্কী হলে সেই সম্মান আরও বেশি। বৌদ্ধ যুগেও সেই ধারা অব্যাহত ছিল। এই সময়ের বিশিষ্ট নতর্কী আম্রপালি। যিনি সৌন্দর্য এবং অপার করুণার মূর্ত প্রতীক। সিরিজে গানের দায়িত্বে ইসমাইল দরবার।

error: Content is protected !!