ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের মাটি আবারও কেঁপে উঠল। শুক্রবার মধ্যরাতের পর রবিবার আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে বিস্তীর্ণ এলাকায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, কাঠমান্ডু থেকে ১৬৯ উত্তরপশ্চিমে মৃদু কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। এখনও পর্যন্ত নতুন করে ফের হতাহতের খবর নেই।

প্রসঙ্গত, শুক্রবার রাত ১২টা নাগাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের জাজারকোটের রামিদন্ডা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। জোরাল ভূমিকম্পের পরে ৪.৫ মাত্রার আফটারশকেও কেঁপে ওঠে নেপালের একাধিক রাজ্য। এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৮। আহত কমপক্ষে ১৪০ জন।

error: Content is protected !!