
ফের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির মহিলা হস্টেল থেকে ছাত্রীর দেহ উদ্ধার
ফের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি)-র মহিলা হস্টেল থেকে এক নেপালি ছাত্রীর (২০) ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ওই ছাত্রীকে হস্টেল ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘এক নেপালি ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে কেআইআইটি-র মহিলা হস্টেলের একটি ঘরে। সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন। ওই ছাত্রী কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথমবর্ষের বি.টেক পড়ছিলেন।’ একজন সিনিয়র পুলিশ অফিসার জানান, মৃতদেহটি হস্টেলের ১১১ নম্বর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, হোস্টেল ওয়ার্ডেন রাত আটটা নাগাদ মেয়েটিকে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে খবর দেন। মৃতা নেপালের বীরগঞ্জের বাসিন্দা ছিলেন। ভুবনেশ্বরের পুলিশ কমিশনার এস দেব দত্ত সিং বলেছেন, “আমরা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছি এবং বিষয়টি তদন্ত শুরু করেছি। হস্টেলের ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা মৃতদেহটি উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য এইমস-এ পাঠিয়েছি।” কমিশনার জানিয়েছেন, নয়াদিল্লিতে নেপাল দূতাবাসকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে। তারা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেছেন। মৃতার অভিভাবকরা সম্ভবত শুক্রবার ভুবনেশ্বরে পৌঁছাবেন। এর আগে চলতি বছর ১৬ ফেব্রুয়ারি কেআইআইটি-র আরেক নেপালি ছাত্রী প্রকৃতি লামসাল আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনাও তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনার মাত্র আড়াই মাসের ব্যবধানে ফের এক ছাত্রীর দেহ উদ্ধার হল ওই প্রতিষ্ঠানের হস্টেল থেকে। যা উদ্বেগ বাড়িয়েছে।