ফের ট্রেন দুর্ঘটনা, শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ায় লাইনচ্যুত মালগাড়ি
ফের রেল দুর্ঘটনা। ফের বেলাইন মালগাড়ির ২টি বগি। উত্তরবঙ্গে শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ায় বেলাইন মালগাড়ি। বুধবার দুপুর নাগাদ কলকাতা থেকে রাঙাপানির কাছে নুমরিগর রিফাইনারিতে ঢোকার আগে রাঙাপানিতে লাইনচ্যুত হয় ওই মালগাড়িটি বলে জানা গিয়েছে। ডাউন লাইনে ওই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় ওই লাইনে। কিন্তু ওই ঘটনায় ফের একবার ওই রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।জানা গিয়েছে, চটহাট স্টেশন পার করার পর রাঙাপানি থেকে একটি ডাউন লাইন নুমরিগর রিফাইনারিতে যায়। ট্রেনটি রাঙাপানি থেকে বাঁক নিয়ে রিফাইনারির দিকে যাওয়ার সময় মাঝের দুটো কামরা লাইনচ্যুত হয়। সেই ফাঁসিদেওয়া, যেখানে ১৭ জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটে।