
ভাঙা হল আরও দুই অভিযুক্ত জঙ্গির বাড়ি
পহেলগাঁও হামলার জের ! গত ২২ এপ্রিলের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শনিবার আরও দুই অভিযুক্ত জঙ্গির বাড়ি উড়িয়ে দিল জম্মু ও কাশ্মীরের নিরাপত্তাবাহিনী ৷ নিরাপত্তা আধিকারিকদের মতে, সোপিয়ানের ছোটিপোড়া গ্রামের এই বাড়ির মালিক পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ৷ শুধু সোপিয়ানে নয়, এদিন কুলগাম জেলায় আরও এক সন্দেহভাজন জঙ্গির বাড়ি ভেঙে দিয়েছে নিরাপত্তাবাহিনী ৷ পহেলগাঁওয়ের হামলার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত জঙ্গির নাম জাকির আহমেদ গানি ৷ কুলগামের মুতলহামার বাসিন্দা সে ৷ গত ২০২৩ সাল থেকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এই গানি ৷ নিরাপত্তা আধিকারিকদের অনুমান, পহেলগাঁওয়ের হামলায় তার সক্রিয় যোগদান ছিল ৷