৫ চিনা পণ্যে শুল্ক আরোপ ভারতের, চাপের মুখে বেজিং!

দেশীয় উৎপাদন শিল্পকে রক্ষা করতে ফের শুল্ক বাণে চিনকে বিদ্ধ করল ভারত। বেজিং থেকে আমদানি করা পাঁচটি পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করল নয়াদিল্লি। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রের প্রত্যক্ষ কর, শুল্ক বোর্ড ও রাজস্ব বিভাগ। সংশ্লিষ্ট সামগ্রীগুলির মধ্যে তিনটিতে আগামী পাঁচ বছর লাগু থাকবে বর্ধিত শুল্ক। এতদিন ঘরোয়া বাজারের থেকে অনেকটাই কম দামে চিন থেকে সফ্‌ট ফেরাইট কোর, নির্দিষ্ট ঘনত্বের ভ্যাকুয়াম ইনসুলেটেড ফ্লাস্ক, অ্যালুমিনিয়াম ফয়েল, ট্রাইক্লোরো আইসোসায়ানিউরিক অ্যাসিড এবং পলি ভিনাইল ক্লোরাইড পেস্ট রেজ়িন আমদানি করছিল ভারত। এই পাঁচটি পণ্যের উপরে এ বার বর্ধিত শুল্ক আরোপ করল নয়াদিল্লি। শুল্ক বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পণ্যগুলির মধ্যে সফ্‌ট ফেরাইট কোর, নির্দিষ্ট ঘনত্বের ভ্যাকুয়াম ইনসুলেটেড ফ্লাস্ক ও ট্রাইক্লোরো আইসোসায়ানিউরিক অ্যাসিডে আগামী বছর অ্যান্টি ডাম্পিং ডিউটি নেবে সরকার। অ্যালুমিনিয়াম ফয়েলের ক্ষেত্রে অস্থায়ী ভাবে ছ’মাসের জন্য অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে নয়াদিল্লি। এতে টন প্রতি অ্যান্টি ডাম্পিং শুল্ক নেওয়া হবে ৮৭৩ মার্কিন ডলার। জল পরিশোধনের জন্য চিন এবং জাপান থেকে আমদানি করা অ্যাসিডের উপর এতদিন শুল্ক ছিল টন প্রতি ২৭৬ ডলার। এ বার সেটা বাড়িয়ে ৯৮৬ ডলার করেছে কেন্দ্র। বৈদ্যুতিন গাড়ি (ইলেকট্রিক্যাল ভেহিক্যাল বা ইভি), চার্জার এবং টেলিকম ডিভাইসে বহুল পরিমাণে ব্যবহৃত হয় সফ্‌ট ফেরাইট কোর। এর আমদানি, পরিবহণ এবং বিমা খরচের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে নয়াদিল্লি। একই ভাবে ভ্যাকুয়াম ইনসুলেটেড ফ্লাস্কের ক্ষেত্রে প্রতি টনে এ বার থেকে ১,৭৩২ ডলার করে অ্যান্টি ডাম্পিং শুল্ক নেবে কেন্দ্র। পলি ভিনাইল ক্লোরাইড পেস্ট রেজ়িনে টন প্রতি ৮৯ ডলার থেকে বেড়ে শুল্কের পরিমাণ দাঁড়াচ্ছে ৭০৭ ডলার। চিন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নরওয়ে এবং তাইওয়ান থেকে এই পণ্যটি আমদানি করে থাকে ভারত।

error: Content is protected !!