ধর্ষণ-বিরোধী ‘অপরাজিতা’ বিল পাস বিধানসভায়, ‘প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি, আমরা ইতিহাস গড়লাম’, বললেন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল পেশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। অপরাজিতা বিল প্রসঙ্গে মমতা বললেন, ‘‘এই বিল একটা ইতিহাস! প্রধানমন্ত্রী পারেননি। আমরা পারলাম। করে দেখালাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’’ বিরোধীদের বললেন, ‘‘আমাকে কটু কথা বললে আমার কিচ্ছু যায়-আসে না। আপনারা যা বলছেন বলুন। কিন্তু বাংলা মা-কে বদনাম করবেন না। আপনারা আমাকে যা যা বলছেন, তা যদি আমার দলের লোকেরা প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, তা হলে কেমন লাগবে?’’ নির্যাতিতা তরুণীর বিচার চেয়ে এবং ধর্ষকদের কড়া শাস্তির দাবিতে বিধানসভায় আজ অপরাজিতা বিল পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যে বিল পেশের পর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের মাঝে যেমন শোরগোল শুরু হয়, তেমনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময়ও হই হট্টগোল শোনা যায়। মমতা বললেন, ‘‘কামদুনিতে তিন সপ্তাহে চার্জশিট হয়েছিল। আপানারা বলেছেন ট্রেনে ধর্ষণ হয়েছে। ট্রেনটা কি আমাদের? ট্রেনের ভিতরের সুরক্ষার দায়িত্ব আরপিএফের। সেটা তাদের ব্যর্থতা।’’ শুভেন্দুর খবরের প্রিন্ট আউট প্রসঙ্গে মমতা বললেন, ‘‘খবরের কাগজ তৈরি করাও হতে পারে। ওগুলো ফেক নিউজ। আর আপনারা এই সব বলছেন, উন্নাওয়ের কথা বলবেন না। হাথরসের ঘটনায় বিচার পায়নি কেউ। এইগুলো ফলিয়ে বলার কথা নয়। ওই সমস্ত ঘটনা লজ্জার। যে বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, যে বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তাকে ফুল-মালা দিয়ে সংবর্ধনা! ধর্ষণে উস্কানি নয়? তবে হই হট্টগোলের মাঝেই অপরাজিতা বিল নিয়ে বলতে ওঠেন মুখ্যমন্ত্রী। এই বিল মেয়েদের অধিকার রক্ষার বিল বলে জানান তিনি। তেমনি এই বিল বিধানসভায় পাশ হলে, রাষ্ট্রপতির স্বাক্ষর সম্পন্ন হলে, দেশে ইতিহাস তৈরি করবে। এই অপরাজিতা বিলকে সমর্থন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমি রেজ়াল্ট দেখতে চাই। ওই বিলকে আগে আইনে পরিণত করুন। তারও জবাব দিলেন মমতা। মুখ্যমন্ত্রী বললেন, ‘‘বিরোধী দলনেতাকে বলুন বিলে রাজ্যপালকে বলুন সই করতে। তার পরেই দেখবেন রুলস হয়ে গিয়েছে।’’পরবর্তীকালে এই বিল দেখে দেশের অন্য রাজ্যগুলিও চলবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। অপরাজিতা বিল নিয়ে বলার শেষে বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পদত্যাগ’ দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আপনি মেয়েদের সুরক্ষা দিতে পারেননি।’ প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির মন্ত্রীদের ‘পদত্যাগ’ চান বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।