‘এইসব ফলস কেস, সিবিআই তাঁর বিরুদ্ধে গরু পাচারের মিথ্যা মামলা দায়ের করেছে’, ভার্চুয়াল শুনানিতে বললেন অনুব্রত

বুধবারই একমাত্র সন্তান সুকন্যা মণ্ডলকে ইডি গ্রেফতার করেছে দিল্লিতে। সেই খবর আগেই পেয়ে গিয়েছিলেন। আর এদিন আদালতের ভার্চুয়াল শুনানিতে অনুব্রত মণ্ডল দাবি করলেন, সিবিআই তাঁর বিরুদ্ধে গরু পাচারের মিথ্যা মামলা দায়ের করেছে। এদিন তিহাড় জেল থেকে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন অনুব্রত মণ্ডল এবং প্রাক্তন দেহরক্ষী সায়গত হোসেন। সেই সময় বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জামিন দেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানান বলে জানা গিয়েছে। বিচারক অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করেন কেমন আছেন। সেই সময় অনুব্রত মণ্ডল বলেন, শরীর ভাল নেই। বিচারক তারপর জিজ্ঞাসা করেন, আসানসোল জেলে ফেরার যে আবেদন তিনি করেছেন, তার কি বিচার হয়েছে। অনুব্রত মণ্ডল সেই সময় অসম্মতিসূচক বার্তা দেন। বিচারক অনুব্রত মণ্ডলকে বলেন, সমস্যা থাকলে বলতে পারেন। অনুব্রত মণ্ডল সেই সময় বিচারকের কাছে আবেদন করেন, তাঁকে জামিন দেওয়া হোক। তিনি আরও দাবি করেন, এইসব ফলস কেস। বিচারক তখন বলেন, আদালতে এইসব কথার কোনও অর্থ নেই। আদালতের কাগজেই মান্যতা রয়েছে। এদিকে এদিন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে রাউস এভিনিউ আদালতে হাজির করানো হবে। সূত্রের খবর অনুযায়ী, তাঁকে ৫ দিনের জন্য হেফাজতে চাইতে পারে ইডি। ইডি সুকন্যার মণ্ডলের বিরুদ্ধে মামলা সাজাতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের বয়ান ব্যবহার করতে চলেছে।

error: Content is protected !!