কংকালীতলা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মন্ডল
পরিবার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সতীপীঠ কংকালীতলা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল ৷ পুজো দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি ৷ রবিবার মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে মন্দিরে যান অনুব্রত ৷ এক এক করে তারাপীঠ-সহ অন্যান্য মন্দিরেও পুজো দেবেন বলে তিনি জানিয়েছেন ৷ আগেই অনুব্রত মণ্ডল বলেছিলেন, “ঈশ্বরের কাছে কোনও পাপ করেছি, সেই শাস্তি পেয়েছি ।” তারপরেই আজ কংকালীতলা মন্দিরে গেলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ৷ প্রসঙ্গত, এর আগে কুইন্টাল কুইন্টাল কাঠ পুড়িয়ে এই মন্দিরেই মহাযজ্ঞ করতেন অনুব্রত ৷ বছর পর গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে বীরভূমে ফিরতেই চর্চায় অনুব্রত মণ্ডল । আগের মতোই নিরাপত্তার ঘেরাটোপে দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করেছেন তিনি ৷ এদিন মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দিরে যান অনুব্রত মণ্ডল । তাঁকে দেখতে ও স্বাগত জানাতে বহু মানুষ ভিড় জমান । মেয়েকে নিয়ে মন্দিরে পুজো দেন তিনি । মন্দিরের ভিতরে এক সেবায়েত অনুব্রতকে জড়িয়ে ধরেন । সেই সময় কান্নায় ভেঙে পড়েন কেষ্ট ৷