প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক অনুপ ঘোষাল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা প্রাক্তন বিধায়ক ডঃ অনুপ ঘোষাল। শুক্রবার কলকাতায় নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অনুপবাবুর বয়স হয়েছিল ৭৮ বছর। গত ৭ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। রাখা হয়েছিল ভেন্টিলেশন। এদিন দুপুর ১.৪৫-এ রাসবিহারী ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সঙ্গীতশিল্পী ও প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষাল প্রয়াণের খবর সামনে আসতেই শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়কও। তাঁর প্রয়াণে সংস্কৃতি মহলে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লিখেছেন, “বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর। নজরুলগীতি ছাড়াও তিনি বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সংগীত পরিবেশন করেছেন। বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রে তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনাও করেন। তিনি ২০১১ সালে উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সংগীত মহাসম্মান’ পুরস্কারে ভূষিত করে। অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল বলে মনে করছে সঙ্গীত মহল। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

error: Content is protected !!