মুকুল রায়ের বিজেপিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন অনুপম হাজরা!

সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর রাতে আচমকাই দিল্লি বিমানবন্দরে দেখা যায় মুকুল রায়কে ৷ তাঁর দিল্লি যাত্রা নিয়ে তৈরি হয়েছে, নানা জল্পনা ৷ এই পরিস্থিতি মুকুলের বিজেপিতে প্রত্যাবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা ৷ লিখেছিলেন ‘প্রত্যাবর্তন ৷ পরে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন একটু সময় যেতে দিন সব পরিষ্কার হয়ে যাবে ।স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে যে তাহলে কি মুকুল আবার বিজেপিতে ফিরছেন অনুপমের বক্তব্য ‘‘এতগুলো বিষয় একসঙ্গে ঘুরছে ৷ নিশ্চয়ই একটার সঙ্গে তো আর একটার যোগ রয়েছে ৷ কারণ এতগুলো বিষয় তো আর কাকতালীয় হতে পারে না এর পর তিনি বলেন ‘‘তবে একটাই কথা বলব যে রাজনীতিতে অসম্ভব কিছু নয় ৷ রাজনীতি একটা বড়ই বিচিত্র জায়গা । একটু অপেক্ষা করলেই জনতা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন । ২০১৭ সালে মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন ৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভোটেও জেতেন পদ্ম প্রতীকে ৷ তার পর বিজেপি ছেড়ে চলে যান তৃণমূলে ৷ তাঁর এই দলবদল ও বিধায়ক পদ খারিজ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন এখনও অব্যাহত বাংলার রাজনীতিতে ৷ ফলে মুকুল যদি বিজেপিতে ফেরেন তাহলে কি তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না এই বিষয়টা মেনে নিচ্ছেন অনুপমও ৷ বোলপুরের প্রাক্তন সাংসদের দাবি তবে যে যে ব্যক্তি আসছেন যাচ্ছেন তাঁর বিশ্বাসযোগ্যতার ওপরে যে একটা প্রশ্নচিহ্ন এসেই যায় ৷ সেটা তো খুবই স্বাভাবিক । আর তিনি বা তাঁর মতো বিজেপির অন্য নেতাকর্মীরা কি মুকুলের প্রত্যাবর্তন ভালো চোখে নেবেন অনুপম বলছেন ‘‘আসলে বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি । মুকুল রায়কে আবার দলে নেওয়া হবে কি হবে না সেটা উচ্চ নেতৃত্বই ঠিক করবেন । তবে যদি তাঁকে দলে নেওয়া হয় নিশ্চয়ই নেতৃত্ব চিন্তাভাবনা করেই তাঁকে ফেরাবেন ।যদিও মুকুলের দিল্লি যাত্রা নিয়ে জল্পনার অন্ত নেই মঙ্গলবার সকাল থেকে ৷ সোমবার তাঁর ছেলে শুভ্রাংশু রায় মুকুলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন বিমানবন্দর থানায় ৷ এদিন শুভ্রাংশু জানিয়েছেন তিনি বিষয়টি চিন্তিত ৷ কারণ তাঁর বাবার মানসিক পরিস্থিতি স্থিতিশীল নয় ৷ এই অবস্থায় মুকুলকে কোনও রাজনৈতিক চক্রান্তে ব্যবহার করা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ৷ অন্যদিকে জানা যাচ্ছে যে শুভ্রাংশু রায়ের অভিযোগের ভিত্তিতেই মুকুল রায় ঘনিষ্ঠ পীযূষ কানোরিয়াকে তলব করেছে এয়ারপোর্ট থানা । তিনি বিজেপি নেতা হিসেবে পরিচিত ৷ তবে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন ‘‘পীযূষ কানোরিয়া আগে বিজেপির সঙ্গে থাকলেও এখন আর নেই । বিজেপির কিছু কিছু অনুষ্ঠানে উনি উপস্থিত থেকেছেন । তবে দলের কোনও পদাধিকারী নন তিনি ।এদিকে সোমবারই নিয়োগ দুর্নীতিতে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি যে যে নেতার নামে অভিযোগ করেছিলেন সেই তালিকায় শুভ্রাংশুর নামও ছিল ৷ পরে সেই অভিযোগ অস্বীকার করেন শুভ্রাংশু করেন ৷ তার পরই মুকুলকে নিয়ে এই রাজনৈতিক জল্পনা রাজ্য রাজনীতিতে নতুন সম্ভাবনা উস্কে দিয়েছে ৷ তাই শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার।

error: Content is protected !!