
বালুচিস্তানে জাফর এক্সপ্রেসে হামলা, পণবন্দি শতাধিক
পাকিস্তানে জাফার এক্সপ্রেস হাইজ্যাক। যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে হামলা সশস্ত্র দুষ্কৃতীদের ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, পেশওয়ার-কুয়েটা জাফর এক্সপ্রেসে হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী ৷ ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের মাচ এলাকায় ৷ দ্য এক্সপ্রেস ট্রিবিউন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে ৷ এই ঘটনায় ট্রেন চালক আহত হয়েছেন বলে খবর ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী হঠাৎ ট্রেনে গুলি চালাতে শুরু করে ৷ বালোচিস্তানের কাচি জেলার মাচ শহরের আব-এ-গামের কাছে জাফর এক্সপ্রেস ট্রেনে এই হামলার ঘটনা ঘটেছে ৷ সেখানে ছ’জন অস্ত্রধারী ট্রেনে গুলি চালায় ৷ স্বভাবতই, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ এই হামলার দায় নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ৷ পাকিস্তান, ব্রিটেন ও আমেরিকায় এই জঙ্গিগোষ্ঠী নিষিদ্ধ ৷ সরকারি মুখপাত্র শহিদ রিন্দকে উদ্ধৃত করে ডন নিউজ জানিয়েছে, কোয়েটা থেকে পেশওয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস ৷ পথে বোলান জেলায় এই হামলা হয়েছে ৷ জায়গাটি পার্বত্য অঞ্চল ৷ তাই উদ্ধারকারীদের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হচ্ছে ৷ তিনি বলেন, “রেল দফতরের তরফে যাত্রীদের উদ্ধারের জন্য ওই হামলার জায়গায় আরও কয়েকটি ট্রেন পাঠানো হচ্ছে ৷”