ভাদু শেখ খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ
গত ২১ মার্চ সন্ধ্যায় রামপুরহাটের বগটুই মোড়ে বোম মেরে খুন করা হয় রামপুরহাট-১ নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে । এখনও পর্যন্ত এই খুনে পুলিশ অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে । তাদেরকে জেরা করে সেদিনের ঘটনায় ব্যবহৃত চারটি কার্তুজ-সহ পিস্তল উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ । বোমা ছুড়ে তৃণমূল কংগ্রেসের উপপ্রধানকে খুন করে দুষ্কৃতীরা । আজ রামপুরহাট-২ নম্বর ব্লকের মারগ্রাম থেকে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের জেরা করে আজ বিকেলে মাড়গ্রাম থেকে ১৮টি কার্তুজ-সহ চারটি পিস্তল উদ্ধার করা হয় । তার মধ্যে একটি পিস্তল সেদিন ঘটনাস্থলে ব্যবহার করা হয়েছিল তা সিসিটিভি দেখে জানা গিয়েছে ।