
নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীরে সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী
জঙ্গি হামলার পর নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সন্ত্রাসবিরোধী অভিযানে গতি আনতে শুক্রবার শ্রীনগরে পৌঁছলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷ সেনা বাহিনী সূত্রে জানা গিয়েছে, সেনাপ্রধানের প্রথম গন্তব্য হবে ভিক্টর ফোর্সের সদর দফতর ৷ এখান থেকেই দক্ষিণ কাশ্মীরে সামরিক অভিযানের সমস্ত কার্যলাপ হয়ে থাকে । সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি ৷ তাঁরা আরও জানিয়েছেন, সফরকালে জেনারেল দ্বিবেদী গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্য মূল্যায়ন করবেন ৷ পাশাপাশি চলমান অনুসন্ধান অভিযানের অগ্রগতি পর্যালোচনা করার জন্য মাঠ পর্যায়ের অপারেশনাল কমান্ডারদের সঙ্গে দেখা করবেন । কর্মকর্তাদের মতে, সেনাপ্রধানকে সন্ত্রাসবিরোধী অভিযানের অবস্থা এবং অঞ্চলে স্থাপিত বৃহত্তর নিরাপত্তা সম্পর্কেও অবহিত করা হবে । বিকেলে, জেনারেল দ্বিবেদীর শ্রীনগরের চিনার কর্পস সদর দফতর পরিদর্শন করার কথা রয়েছে ৷ সেখানে তিনি উত্তর সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সুচেন্দ্র কুমার এবং ১৫ কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রশান্ত শ্রীবাস্তবের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে ।