
তদন্তের মাঝেই ডায়মন্ড সিটি কমপ্লেক্সে থেকে নিখোঁজ অর্পিতার ৪টি বিলাসবহুল গাড়ি
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৪টি গাড়ির খোঁজ মিলছে না। কলকাতায় ডায়মন্ড সিটি কমপ্লেক্সে অর্পিতা মুখোপাধ্যায়ের যে ফ্ল্যাট রয়েছে, সেখান থেকেই খোঁজ মিলছে না ৪টি বিলাসবহু গাড়ির। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার গ্রেফতারির পরপরই ওই ৪টি গাড়ি নিখোঁজ হয়ে যায়। জানা গিয়েছে, নিখোঁজ গাড়িগুলির মধ্যে দুটি রয়েছে অর্পিতার নামে। গাড়ি দুটির নাম এবং নম্বর প্লেট যথাক্রমে হণ্ডা সিটি (WB 06T 6000) এবং অডি (WB 02AB 9561)। অর্পিতা মুখোপাধ্যায়ের ওই ৪টি বিলাসবহুল গাড়ি কোথায় গেল, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে। নিরাপত্তা রক্ষীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে, অর্পিতার ওই ৪টি গাড়ির খোঁজ মিলতে পারে বলে মনে করা হচ্ছে।