জোড়া ভূমিকম্প আফগানিস্তানে, মৃত ২৬

জোড়া ভূমিকম্প আফগানিস্তানে। এই ঘটনায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। সেইসঙ্গে ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুরে কম্পন অনুভূত হয় পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশে। যা আফগানিস্তানের সবথেকে পিছিয়ে পড়া এবং অনুন্নত এলাকা হিসেবে বিবেচিত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ঘণ্টাদুয়েক পরে আবারও কেঁপে ওঠে ওই এলাকা। দ্বিতীয়বার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। দুটি ভূমিকম্পের উৎসস্থলের মধ্যেও বেশি দূরত্ব ছিল না। প্রথমের ভূমিকম্পের উৎসস্থল ছিল বাদঘিস প্রদেশের রাজধানী কোয়াল-ই-নইয়ের ৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। কোয়াল-ই-নইয়ের দক্ষিণ-পূর্বে ৫০ কিলোমিটার দূরে দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল ছিল। মৃত ২৬ জনের মধ্যে পাঁচ জন মহিলা এবং চার শিশু রয়েছে বলে জানা গিয়েছে। বাড়ি ভেঙে পড়ার ফলেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। স্থানীয়রাই ওই এলাকায় উদ্ধারকার্য চালাচ্ছেন। বিশেষজ্ঞদের অনুমান হিন্দুকুশ পর্বতমালা এই ভূমিকম্পের উৎসস্থল।

error: Content is protected !!