
৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত বৈধ, জানাল সুপ্রিমকোর্ট
জম্ম-কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহার করতে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ধারা বাতিলের সিদ্ধান্ত বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিমকোর্ট৷ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ জন বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে৷ তবে জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করার সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায়নি সাংবিধানিক বেঞ্চ৷ তবে এ দিনের রায় নিয়ে ঐক্যমত হয়েছেন সাংবিধানিক বেঞ্চের পাঁচজন বিচারপতিই৷ ফলে লোকসভা নির্বাচনের আগে শীর্ষ আদালতে জম্মু কাশ্মীর নিয়ে বিরাট জয় পেল কেন্দ্রীয় সরকার৷ রায়দান করতে গিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়েছেন, কোনও খারাপ উদ্দেশ্যে ভারতের রাষ্ট্রপতি জম্মু কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে না শীর্ষ আদালত৷ একই সঙ্গে জম্মু কাশ্মীরের জন্য সংবিধানের ৩৫ (এ) ধারা বাতিলের সিদ্ধান্তও বহাল থাকল বলে মনে করা হচ্ছে৷ একই সঙ্গে সাংবিধানিক বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷ ফলে গোটা দেশের জন্য যে সাংবিধানিক আইন রয়েছে, তা জম্নু কাশ্মীরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷ কারণ ভারতে মিশে যাওয়ার পর জম্মু কাশ্মীরের আর নিজস্ব কোনও সার্বভৌমত্ব নেই বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷