পূর্ব রেলের জিএম মেট্রোর অতিরিক্ত দায়িত্ব নিলেন

কলকাতা মেট্রোর নয়া জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নিলেন অরুণ অরোরা। আজ মঙ্গলবার মেট্রো ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে জিএম’র দায়িত্ব নেবেন অরুণ অরোরা। তিনি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কাজ করছেন। পূর্ব রেলের পাশাপাশি অরুণ অরোরা মেট্রোর অতিরিক্ত দায়িত্ব পেলেন। নয়া দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, বৃহত্তর কলকাতায় চলা একাধিক মেট্রো প্রকল্পের কাজ দ্রুত শেষ করাই হবে আমার কাজের অগ্রাধিকার। কলকাতা সহ রাজ্যের মানুষ যাতে উন্নততর পরিবহণ মাধ্যমের পরিষেবা পান, সেটা দেখব। সোমবারই মেট্রোর জিএম হিসেবে ইনিংস শেষ করলেন মনোজ যোশী।

error: Content is protected !!