বিপুল ব্যবধানে জয়ের পথে শত্রুঘ্ন-বাবুল, আসানসোলে ও বালিগঞ্জে শুরু সবুজ আবির খেলা

গত ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সংঘটিত হয়েছে ৷ আজ, শনিবার তার ফলাফল ৷ দুই কেন্দ্রেই একাধিক তারকা প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ হবে ৷ ভোট গণনাকে কেন্দ্র করে নিরাপত্তার জোর কড়াকড়ি ৷ আসানসোলে কোণঠাসা গেরুয়া শিবির ৷ ট্রেন্ড বলছে নিকটতম প্রতিদ্বন্দ্বী অগ্নিমিত্রা পলের থেকে ১ লক্ষ ৩৬ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷ সম্ভাব্য জয়ের আঁচ পেয়েই আসানসোলের ৪৩ ডিগ্রির গরমেও পথে নেমে পড়েছেন ঘাসফুল সমর্থকরা ৷ ঢাক, ঢোল বাজিয়ে, আবির খেলা শুরু হয়ে গিয়েছে ৷ বালিগঞ্জে ১৬ রাউন্ডের গণনা শেষে বাবুল সুপ্রিয় প্রাপ্ত ভোট ৪৩২২০ হাজার ৮৫১।কংগ্রেসের প্রাপ্ত ভোট ৪৯৬৪টি, বিজেপির প্রাপ্ত ভোট ৯৩৭১টি, সিপিএমের প্রাপ্ত ভোট ২৯১৩৬টি। আসানসোল এবং বালিগঞ্জেও শুরু সবুজ আবির খেলা।

error: Content is protected !!