
নতুন বছরেই দেশে বিএসএনএলের ৫জি পরিষেবা, জানালেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী
আগামী ২০২৩ সালের মধ্যেই ভারতে ৫জি পরিষেবা চালু করতে চলেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিএসএনএল, ২০২২ এর শেষ সপ্তাহে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, দেশের ৮০ শতাংশ এলাকায় ২৪ থেকে ৩৬ মাস অর্থাৎ ২ থেকে তিন বছরের মধ্যে ৫জি পরিষেবার আওতায় আনা সম্ভব হবে। রাষ্ট্রীয় টেলিযোগাযোগ অপারেটর বি এস এন এল আগামী বছরের মধ্যে এই ৫জি পরিষেবা চালু করতে পারবে।বৈষ্ণব বলেছেন যে ইতিমধ্যেই সারা দেশের ৫০ টি শহরে ৫জি পরিষেবা শুরু হয়েছে যা পরিষেবা শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং লজিস্টিকসের ক্ষেত্রে বিশাল পরিবর্তন আনবে।