অসমে ব্যাপক ঝড়-বৃষ্টির জেরে মৃত ২০

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত অসম। অসমের বিভিন্ন জেলায় ঝড়ের তাণ্ডবে কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু মানুষের মৃত্যুও হয়েছে। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রের খবর, মার্চের শেষ থেকে এখনও পর্যন্ত অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন ঝড়-বৃষ্টিতে।  গত বৃহস্পতিবার থেকে অসমে টানা ঝড়-বৃষ্টিতে তছনছ হয়েছে ১৪০০র বেশি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯৫ হাজারেরও বেশি মানুষ। রবিবারই ডেপুটি কমিশনারের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন ত্রিপাঠী। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের সাহায্যে সবরকম ব্যবস্থা করা হয়েছে। ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের কাছে।

error: Content is protected !!