তেলেঙ্গানায় কবাডি ম্যাচ চলাকালীন গ্যালারির স্ট্যান্ড ভেঙে আহত কমপক্ষে ১০০

তেলেঙ্গানার ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় গ্যালারির স্ট্যান্ড ভেঙে কমপক্ষে ১০০ জন আহত হলেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। সূর্যপেটে এসপি অফিসের গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল ৪৭তম জুনিয়র জাতীয় কবাডি প্রতিযোগিতার। দর্শকদের জন্য তিনটি স্ট্যান্ড তৈরি করা হয়েছিল। প্রত্যেকটিতে ৫ হাজার করে মোট ১৫ হাজার জনের বসার ব্যবস্থা হয়। খেলা চলার সময় একটি স্ট্যান্ড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তার ফলেই আহত হয়েছেন বহু মানুষ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। ২ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের হায়দরাবাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার সময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

https://twitter.com/Ashi_IndiaToday/status/1374001100513177600
error: Content is protected !!