বেঙ্গালুরুর বিরুদ্ধে ২-০ গোলে জয়ী এটিকে মোহনবাগান

বেঙ্গালুরুর বিরুদ্ধে ২-০ গোলে জয়ী এটিকে মোহনবাগান। মোহনবাগানকে সতর্ক ফুটবল খেলতে দেখা গিয়েছে ম্যাচের প্রথমার্ধে। বেশিরভাগ ম্যাচেই দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে মরিয়া দেখিয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। যদিও বেঙ্গালুরুকে এদিন প্রথমার্ধের জোড়া গোলেই পরাস্ত করে এটিকে। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় রয় কৃষ্ণাকে নিজেদের বক্সেই ফাউল করে বসেন বেঙ্গালুরুর প্রতীক। রেফারি পেনাল্টি দিতে কুণ্ঠা বোধ করেননি। ৩৭ মিনিটে স্পট কিক থেকে গোল করে মোহনবাগানকে ১-০ এগিয়ে দেন কৃষ্ণাই। ৪৪ মিনিটে বাগানের হয়ে দ্বিতীয় গোল করেন মার্সেলিনহো। টানা চার ম্যাচে জয় না পাওয়ায় চলতি আইএসএল থেকে কার্যত ছিটকেই গেল বেঙ্গালুরু।