জেএনইউ-এর ক্যাম্পাসে ২ ছাত্রীকে শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টা

 জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুষ্কৃতীদের তাণ্ডব। রাতের বেলায় ক্যাম্পাসে ঢুকে ২ ছাত্রীকে শ্লীলতাহানি ও অপহরণ করার চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এখনও বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা। দিল্লি পুলিশ সূত্রে খবর, বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। একটি শ্লীলতাহানির অভিযোগ, অন্যটি শারীরিক নির্যাতন করে অপহরণের চেষ্টা। দুইটি অভিযোগ পাওয়ার পরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত ও তাদের গাড়ি শনাক্ত করা গেছে। তাদের মধ্যে অভিষেক নামের এক অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। বাকিদের খোঁজ চলছে। বুধবার থেকে এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ক্যাম্পাসে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। রাত ১০টার পর ক্যাম্পাসে বাইরের কোনও গাড়ি, বাইক নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

error: Content is protected !!