দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকা: ২১২
অস্ট্রেলিয়া: ২১৫/৭
অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

সেমিফাইনালে উঠলেও, ফাইনালে ওঠা হল না দক্ষিণ আফ্রিকার। নিজেদের গায়ে সেঁটে থাকা চোকার্স তকমা মুছে ফেলতে পারল না প্রোটিয়ারা। আরও একবার সেমিফাইনাল থেকেই তারা বিদায় নিল। বিশ্বকাপে ফাইনালে ওঠার স্বাদ এবারও পাওয়া হল না তেম্বা বাভুমাদের। এদিকে পরপর দুই ম্যাচ হেরে চলতি বিশ্বকাপে অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু টানা আট ম্যাচ জিতে তারা ফাইনালে জায়গা করে নিল। আর ২০ বছর পর বিশ্বকাপ ফাইনালে আরও একবার ভারত-অস্ট্রেলিয়া মহারণ। প্রসঙ্গত, লিগ পর্বে ভারতের কাছে হেরেই বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন প্যাট কামিন্সরা। ৪৭.২ ওভারে চার হাঁকিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন কামিন্স। ৭ উইকেটে ২১৫ করে ফেলল অস্ট্রেলিয়া।  ১৬ বল বাকি থাকতে ৩ উইকেটে তারা ম্যাচ জিতল। ২৯ বলে ১৪ করে অপরাজিত থাকেন কামিন্স। স্টার্ক করেন ৩৮ বলে অপরাজিত ১৬ রান। ফাইনালে ভারত আর অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। ২০০৩ বিশ্বকাপের পর ফের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সেবার অজিরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ২০ বছর আগের বদলা নিতে পারবে রোহিত ব্রিগেড?

error: Content is protected !!