নিয়োগ দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে জামিন অয়ন শীলের

বিশেষ সিবিআই আদালত থেকে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়ন শীল ৷ এর আগে গত ডিসেম্বরে ইডির মামলাতেও জামিন পান তিনি ৷ শুক্রবার বিশেষ সিবিআই আদালতে জামিন পেলেও তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন না ৷ তাঁর বিরুদ্ধে পুর নিয়োগ দুর্নীতির মামলা রয়েছে ৷ তাই আপাতত অয়ন শীল জেলেই থাকবেন ৷ জামিন পেলেও অয়ন শীলের উপর বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত । এক লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে । 2023 সালের 22 মার্চ অয়ন শীলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এরপর তাঁর বিরুদ্ধে পুর দুর্নীতিতে জড়িত থাকারও অভিযোগ ওঠে ৷ তিনি নিয়োগ দুর্নীতি মামলায় আরেক অভিযুক্ত শান্তনু ঘোষের ঘনিষ্ঠ বলে দাবি তদন্তকারীদের ৷ এর আগে গত 18 ফেব্রুয়ারি নিয়োগ দুর্নীতির মামলায় জামিন পেয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ৷ সিবিআই মামলায় শর্তসাপেক্ষে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট ৷ ইডি’র মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি ৷ তবে তাঁকে একাধিক শর্ত মানতে হবে ৷ তাঁর উপর চলবে সিবিআই নজরদারিও ৷ গত বছরের 29 নভেম্বর প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সিবিআই মামলায় জামিন পান প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ ৷ সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে ৷ তৃণমূলে এই প্রাক্তন যুব নেতার বিরুদ্ধে প্রাথমিকে চাকরি দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ৷ তারও তিনদিন আগে 26 নভেম্বর 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তৃণমূলের আরও এক প্রাক্তন যুবনেতা হুগলির শান্তনু বন্দ্যোপাধ্যায় ৷ পাসপোর্ট জমা রাখা-সহ একাধিক শর্তে জামিন পেয়েছেন তিনি ৷ এছাড়া গত 12 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট ৷ এবার জামিন পেলেন আরেক অভিযুক্ত অয়ন শীল ৷

error: Content is protected !!