গেরুয়া শিবিরে ফের বড় ধাক্কা, কর্ণাটকে বিধানসভা ভোটের আগে দল ছাড়ছেন বিজেপি নেতা আয়ানুর মঞ্জুনাথ

 কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে বড় ধাক্কা। গেরুয়া শিবির ছাড়তে চলেছেন সে রাজ্যের বিজেপি নেতা আয়ানুর মঞ্জুনাথ। বুধবার আয়ানুর মঞ্জুনাথ নিজেই এ কথা জানিয়েছেন। একইসঙ্গে বিজেপি নেতা জানিয়েছেন তিনি এমএলসি পদ থেকে পদত্যাগ করবেন। আয়ানুর মঞ্জুনাথ কর্ণাটকের শিবমোগা কেন্দ্রে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু বিজেপি তাঁকে প্রার্থী করবে না জানতে পেরে দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে বিজেপি ছাড়লেও অন্য ওই কেন্দ্রে তিনি যে ভোটে লড়তে চলেছেন তা জানিয়ে দিয়েছেন মঞ্জুনাথ। প্রসঙ্গত শিবমোগা কেন্দ্রে বর্তমানে নির্বাচিত প্রতিনিধি প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা কে.এস. ঈশ্বরাপ্পা। আগামী নির্বাচনের জন্য পদ্ম শিবিরের তরফে এই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। শিবমোগা এলাকায় বজরং দলের কর্মী হর্ষের নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল।

error: Content is protected !!