উত্তরবঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১, আহত ৬

পাহাড়ে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আজ, বৃহস্পতিবার সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে দূরপাল্লার বাসে ধাক্কা একটি বোলেরো গাড়ির। ঘটনায় মৃত ১, আহত ৬ জন। গোটা পরিবার ছিল সেই গাড়িতে। বাগডোগরার গোঁসাইপুরের এশিয়ান হাইওয়ে ২ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতরা দক্ষিণেশ্বর থেকে কালিম্পঙের চুইখিমে তাঁদের আর এক বাড়ির দিকে যাচ্ছিলেন বলেই জানা গিয়েছে।‌‌ পরে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি উদ্ধার করে। মৃতের বাবা জানিয়েছেন, সকালবেলা ঘটে দুর্ঘটনাটি। বাসের পেছনে ধাক্কা দেয় বোলেরো। তাঁর ছেলের মৃত্যু হয়েছে এবং পরিবারের আরও দু’জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

error: Content is protected !!