
দমদম স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত বনগাঁ লোকাল
দমদম স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল ডাউন বনগাঁ লোকাল ৷ তবে বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছি ট্রেনটি । ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ৷ রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা ১০মিনিটে দমদম প্ল্যাটফর্মে ঢুকছিল ট্রেনটি ৷ তার আগেই লাইনচ্যুত হয়ে যায় বনগাঁ লোকাল । তবে যেহেতু স্টেশনে ঢোকার আগে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়, এই ক্ষেত্রেও তাই হয়েছিল । তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে । ডাউন বনগাঁ লোকাল সময়মতোই শিয়ালদার দিকে যাচ্ছিল । তবে বিপত্তি ঘটে দমদম স্টেশনের কাছে এসে । ৩৩৮৩০ ডাউন বনগাঁ লোকাল দমদমের ৪ নম্বর প্লাটফর্মে প্রবেশ করার আগে একেবারে শেষের বগিটি বেলাইন হয়ে যায় । রেলের দাবি, যেহেতু বনগাঁ লোকালের গতি সেসময় অনেক কম ছিল, তাই ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের কিংবা বেলাইন হওয়া ওই বগির যাত্রীদের কোনও ক্ষতি হয়নি । তবে ঘটনাটি ঘটা মাত্রই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় । আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে ৷ দ্রুত ট্রেনটিকে খালি করে দিতে বলা হয় । আপাতত দমদমের চার নম্বর প্ল্যাটফর্ম ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে বলে ওই প্লাটফর্মে কোনও রকম ট্রেন চলাচল করছে না । এই ঘটনায় আপ ও ডাউন লাইনের পরিষেবায় প্রভাব পড়েছে ৷ বেশ কয়েকটি লাইনে পরপর ট্রেন দাঁড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে ।