
সোমবার থেকে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা
সোমবার বড়দিনে শুরু তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বাংলা সঙ্গীত মেলা এবং বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসব। নামী শিল্পীদের পাশাপাশি কলকাতার বিভিন্ন মঞ্চে অসংখ্য নবীন শিল্পী গান শোনাবেন দর্শক-শ্রোতাদের। সোমবার থেকে কলকাতার ১১টি মঞ্চে একসঙ্গে শুরু সঙ্গীত মেলা, চলবে ১ জানুয়ারি পর্যন্ত। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, ঋষি অরবিন্দ পার্ক (নেতাজিনগর), হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি মুক্তমঞ্চ, মুকুন্দপুর ফুটবল খেলার মাঠ, চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে বিভিন্ন ধারার বাংলা গান শোনা যাবে শিল্পীদের কণ্ঠে। ৫ হাজারের বেশি সঙ্গীতশিল্পী, সঞ্চালক, যন্ত্রশিল্পী অংশ নেবেন এবারের সঙ্গীত মেলা এবং বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসবে। এবারের সঙ্গীত মেলায় কলকাতা ছাড়া বিভিন্ন জেলার শিল্পীরাও সঙ্গীত পরিবেশনের সুযোগ পাবেন বিভিন্ন মঞ্চে। বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা ও কর্মশালায় অংশ নেওয়া প্রতিভাবান নবীন শিল্পীরা এই মেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এছাড়াও অডিশনের মাধ্যমে ৬০০ জন নতুন শিল্পী এবারের বাংলা সঙ্গীত মেলায় গান গাওয়ার সুযোগ পেয়েছেন। বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসবে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে লোকশিল্পীরা অংশগ্রহণ করবেন চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে। অন্যবারের মতো এবারও দেশপ্রিয় পার্কের মঞ্চ জনপ্রিয় বাংলা ব্যান্ডের পাশাপাশি নতুন নতুন বাংলা ব্যান্ডের গানে মুখরিত হয়ে উঠবে প্রতিদিন। গগনেন্দ্র প্রদর্শশালায় ‘বাংলার আদিবাসী হস্তশিল্প’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন জেলার হস্তশিল্পীরা উপস্থিত থাকবেন তাঁদের শিল্পকর্মের সম্ভার প্রদর্শন ও বিপণনের জন্য। এই প্রদর্শনী চলবে ১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত ন’টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে। বাংলা সঙ্গীত মেলা উপলক্ষে রবীন্দ্রসদন–নন্দন প্রাঙ্গণে অস্থায়ী স্টল তৈরি করে সঙ্গীত বিষয়ক পুস্তক, রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে থাকছে নানা স্বাদের খাবারের স্টল। শনিবার বিকেলে রবীন্দ্রসদন প্রাঙ্গণে বাংলা সঙ্গীত মেলার ‘কার্টেন রেজার’ অনুষ্ঠানে বাংলার লোকসংস্কৃতির বর্ণময় ঝলক পাওয়া গেল।