‘কাটমানি, তোলাবাজির বিরুদ্ধে টিকা পাবে বাংলা’, কটাক্ষ নাড্ডার

 বাংলার মানুষকে বিনামূল্যে কোভিড টিকা দিতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাকপুরের জনসভা থেকে তাঁকে পালটা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সভামঞ্চ থেরে নাড্ডার জবাব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই সকলের টিকার ব্যবস্থা করেছেন। ১ মার্চ থেকে ষাটোর্ধ্ব এবং ৪৫ বছরের বেশি বয়স্ক যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের টিকাকরণ শুরু হচ্ছে। সরকারি কেন্দ্র থেকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন পাবেন তাঁরা। এর পরই বিজেপির সর্বভারতীয় সভাপতির কটাক্ষ, ‘মমতাজি এই টিকা পর্যাপ্ত নয়। আরও অনেক টিকা পাবে বাংলা। আয়ুষ্মান ভারতের টিকা পাবে বাংলার মানুষ। রাজ্যের উন্নয়নের জন্য কৃষক সম্মাননিধির টিকা পাবে এখানকার মানুষ।’ তাঁর কথায়, ‘তোলাবাজি, চালচুরি, তোষণ, কাটমানির বিরুদ্ধেও টিকা পাবে বাংলা। এর ব্যবস্থা করব আমরা।’ রাজ্যের শাসকদলের দুর্নীতি নিয়ে সরব হন। নাড্ডার কথায়, ‘বাংলার সংস্কৃতি বদলে দিয়েছেন দিদি। কাটমানি, তোষণ, তোলাবাজির সংস্কৃতি তৈরি করেছেন আপনারা। এর বিরুদ্ধে কয়েক মাসের মধ্যে বাংলার মানুষ টিকা নেবেন।’ প্রধানমন্ত্রীর পর জেপি নাড্ডাও তাঁর সভামঞ্চ থেকে তৃণমূলের ‘বাংলার মেয়ে’ স্লোগানকে কটাক্ষ করেন। তাঁর কথায়, ‘মমতাজি আপনি কখনও এ রাজ্যে মেয়ে হন, কখনও দিদি হন। কিন্তু বাংলায় মেয়েদের নিরাপত্তা কেন নিশ্চিত করতে পারছেন না ? আপনি কি তাঁদের নিয়ে চিন্তা করেন? কেন এ রাজ্যে সবচেয়ে বেশি ধর্ষণ, নারী নির্যাতন, গার্হস্থ্য হিংসার ঘটনা ঘটছে? নাড্ডার অভিযোগ, ‘সবচেয়ে বেশি নারী পাচারের ঘটনা ঘটছে চা বাগানে। আদিবাসী মহিলাদের পাচার করা হচ্ছে।’

error: Content is protected !!