বাংলাদেশে বালি বোঝাই বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষ, মৃত ২৭

সোমবার সকাল সাতটা নাগাদ পদ্মনদীতে বালিবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২৭জনের। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশের শিবচর উপজেলার মাদারীপুরে বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটে দুর্ঘটনাটি ঘটে। প্রথমেই জীবিতাবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে একজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত স্পিডবোটের মৃত যাত্রীদের পরিচয় এখনও জানা যায়নি। জানা গেছে যাত্রী বোঝাই স্পিডবোটটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের বাংলাবাজার ফেরি ঘাটে আসছিল। চলছে উদ্ধারের কাজ। 

error: Content is protected !!