৮ বছরের নাবালিকাকে ধর্ষণ, মাগুরার নারকীয় ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি 

মাগুরায় নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। দোষীদের শাস্তির দাবিতে শনিবার গভীর রাতে বিক্ষোভে শামিল হলেন ঢাকা বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়ারা। ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুললেন তাঁরা। স্লোগান উঠল, ‘দফা এক, দাবি এক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।’  ওইদিন সকালে বাংলাদেশের মাগুরার বাসিন্দা ওই নাবালিকাকে গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিক্য়ালে নিয়ে যায় পরিবার। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় ঢাকা মেডিক্যালে। এরপরই প্রকাশ্যে আসে নারকীয় ঘটনা। জানা যায়, দিদির শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল ৮ বছরের ওই নাবালিকা। সেখানে বোনের শ্বশুর, ভাসুর ও নাবালিকার জামাইবাবু তাকে ধর্ষণ করে। নাবালিকা আর্তনাদ করলে তার গলা টিপেও ধরে। কিন্তু বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছে নাবালিকা। হাসপাতাল সূত্রে খবর, তার অবস্থা অত্যন্ত সংকটজনক।

error: Content is protected !!