
ধর্মঘট প্রত্যাহার, আগামী ২৪ ও ২৫ মার্চ খোলা থাকবে ব্যাংক
আগামী ২৪ এবং ২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। সেই ধর্মঘট প্রত্যাহার করা হলো। শুক্রবার ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়েছে ইউএফবিইউ। ধর্মঘট সংক্রান্ত দাবি নিয়ে শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক হয়েছে। সেই আলোচনা সদর্থক হওয়াতেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস জানিয়েছে, এই ব্যাঙ্ক ধর্মঘট এক থেকে দু’মাসের জন্য স্থগিত রাখা হলো।