বেহালায় গোষ্ঠীদ্বন্দ্বে ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত বাপান

বেহালায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মারামারির ঘটনার ৫ দিন পর গ্রেফতার তৃণমূল নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপান। হাওড়ার জয়পুর থেকে বাপান ছাড়া আরও ৭ জনকে পুলিস ধরেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর পরই সোমনাথ  বালেশ্বরে পালিয়ে যায়। তারপর সেখান থেকে দিঘা, খড়গপুর হয়ে জয়পুরে এসে ঘাপটি মেরে ছিল।এইভাবে বার বার জায়গা পরিবর্তন করতে থাকে সে। পাকা অপরাধীদের মতো বার বার মোবাইলের সিম বদল করে বলে তদন্তকারী অফিসাররা জানিয়েছেন। এ কারণেই তাঁকে খুঁজে পেতে সমস্যা হচ্ছিল গুণ্ডা দমন শাখার।অবশেষে রবিবার ভরে জয়পুরের ঝিকিরা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবারই তাঁদের আলিপুর আদালতে তোলা হবে।

error: Content is protected !!