মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়

মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। এদিন বাসবদত্তার স্বামী অনির্বাণ বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় সন্তান আসার কথা শেয়ার করেছেন। হাসপাতালের বেডে বসা সদ্য মা বাসবদত্তার সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন। সেখানেই জানিয়েছেন, কন্যাসন্তান জন্মের কথা। ছবি শেয়ার করে ক্যাপশনে অনির্বাণ লিখেছেন, ‘হ্যালো পৃথিবী! একগুচ্ছ ভালোবাসার সঙ্গে সাক্ষাৎ, মেয়ে হয়েছে’। সঙ্গে এঁকে দিয়েছেন শিশু ও দুটি লাল হৃদয়ের ইমোজি। বাসবদত্তা ও অনির্বাণের জীবনের এমন খুশির খবর জেনে তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। মেয়ের বাবা-মা হয়ে দারুণ উচ্ছ্বসিত অনির্বাণ ও বাসবদত্তাও।

error: Content is protected !!
00:32