কলকাতায় বাজ পড়ে মৃত্যু পড়ুয়ার

 বাজ পড়ে কলকাতায় মৃত্যু বিবিএ ছাত্রর। মৃতের নাম, কৌশিক কর। বয়স ২৪ বছর। রিজেন্ট পার্কের পশ্চিম আনন্দাপল্লির বাসিন্দা ছিল কৌশিক। জানা গিয়েছে, সবে জিম করে বাড়িতে ঢুকেছিল কৌশিক। তখন খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে ছাদে যায় কৌশিক। আর তখনই বাজ পড়ে। বজ্রাঘাতে ঝলসে যায় ওই পড়ুয়া। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

error: Content is protected !!