কাকভোরে আলিপুরদুয়ারে ভাল্লুকের হানা

শীতে আলিপুরদুয়ারের লোকালয়ে ফের ভাল্লুকের হানা। আজ, মঙ্গলবার কাকভোরে আলিপুরদুয়ার-২ ব্লকের মাঝেরডাবরি পঞ্চায়েতের দক্ষিণ ঢালকর গ্রামে একটি ভাল্লুক ঢুকে পড়ে। যার ফলে হইচই শুরু হয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ছুটে যায় বনকর্মীরা। পরে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় ভাল্লুকটিকে।  আপাতত ওই ভাল্লুকটিকে রাজাভাতখাওয়া প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

error: Content is protected !!